ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই বন্ধ হয়ে যায় ইউক্রেনের স্কুলগুলোর পাঠদান। প্রায় এক মাসের বেশি সময় পর দেশের রাজধানী কিয়েভে স্কুল খোলার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
তবে এই মুহুর্তে সশরীরে ক্লাসে অংশ নিতে পারবে না শিক্ষার্থীরা। অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করবে স্কুলগুলো। সোমবার (২৮ মার্চ) থেকে কিয়েভের স্কুলগুলোতে পুনরায় পাঠদান শুরু হচ্ছে।
রোববার (২৭ মার্চ) দেশটির রাজধানীর মেয়র ভিটালি ক্লিটসকো এ ঘোষণা দেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, “বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে কোর্সগুলো নেওয়া হবে। বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। এখন গুরুত্বপূর্ণ কাজ হলো সামরিক আইনের মতো কঠিন পরিস্থিতিতে বসবাস করা। এছাড়া অন্যান্য কাজ করে যাওয়া।”
রুশ সামরিক বাহিনীর অভিযানের প্রতি ইঙ্গিত করে মেয়র আরও বলেন, “তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাতে কাজ হবে না।”
এদিকে জাতিসংঘ বলছে, ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করেছে এক মাস পার হচ্ছে। এর মধ্যে দেশটির অর্ধেকের বেশি শিশু দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এছাড়া ৩২ লাখের বেশি মানুষ পাশ্ববর্তী বিভিন্ন দেশে আশ্রয় নিয়ছেন।
রাশিয়ার দাবি, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করা না পর্যন্ত অভিযান চলবে।